Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সুন্দরবনে পুলিশের বন্দুকযুদ্ধে ১ জন নিহত

মার্চ ৩০, ২০১৫, ০৬:২০ এএম


সুন্দরবনে পুলিশের বন্দুকযুদ্ধে ১ জন নিহত

 

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের ঝপঝপিয়া চরে পুলিশের  কথিত ‘বন্দুকযুদ্ধে’ আল আমিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, আল আমিন বনদস্যু বাহিনীর প্রধান ছিলেন।

রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশী-বিদেশী ৭টি অস্ত্র ও ১৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ জানান, রোববার সকাল ৭টার দিকে সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান আল আমিনকে আমেদি বাজারের চাঁদ আলী ব্রিজ এলাকা থেকে আটক করা হয়।

রাত ৯টার দিকে তাকে নিয়ে সুন্দরবনে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ঝপঝপিয়া চরে আগে থেকে ওঁত পেতে থাকা আল আমিনের সহযোগীরা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। পরে ঘটনাস্থলে আল অমিনের মৃতদেহ পাওয়া যায় এবং ঘটনাস্থল তল্লাশী করে ৩টি টুটু বোর রাইফেল, ১টি বিদেশী বন্দুক, ২টি দেশী বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। এ সময় ১১৯টি বন্দুকের গুলি এবং ২২টি টুটু বোরের গুলি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, নিহত আল আমিনের নামে কয়রা থানায় অপহরণসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।