Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ডিসেম্বর ১৫, ২০১৪, ০১:০৪ পিএম


অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

  নারায়ণগঞ্জে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম  শফিকুর রহমান বাদল (৪৫) ।

সোমবার বিকেলে বাদলকে গ্রেফতারের পর মুক্তি দাবিতে সমর্থকরা প্রায় এক ঘণ্টা ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

এ সময় বাদলের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি দোনালা বন্দুক, ৪টি ম্যাগজিন, ১৩৫ রাউন্ড তাজা গুলি, ১টি চাপাতি, ১টি নানচাকু (সামুরাই), ২টি চাইনিজ কুড়াল, ১টি গ্রিল কাটার মেশিন, ২টি স্থানীয় ম্যাপ এবং ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১১’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ার লতিফ খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল রূপগঞ্জ থানাধীন ইসাখালী সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী শফিকুর রহমান বাদলকে গ্রেফতার করে। গ্রেফতার বাদল ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বাদল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। এলাকার যেকোনো জমি ক্রয়-বিক্রয় এবং বালু ব্যবসায় তার যথেষ্ট প্রভাব রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগসহ অন্যান্য মামলাও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, বাদলকে গ্রেফতারের সংবাদে বিকেল ৪টায় পরিবার ও তার লোকজন ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, সড়ক থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।