Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ডিসেম্বর ২৮, ২০১৪, ১০:০৯ এএম


কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের নিজস্ব ভবনে ২০১৪-১৬ এই দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও  আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

মোট ১৩টি পদের বিপরিতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে সভাপতি পদে শিহাব উদ্দিন রিক্সা প্রতীকে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতাহার আলী ৬২ ভোট পান। সাধারণ সম্পাদক পদে এস এম রেজাউল ইসলাম বাবলু টেলিভিশন প্রতীকে ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসান আবুল ফজল সেলিম ৯৭ ভোট ও সাইফুল ইসলাম ৮ ভোট পান। কার্যকরী সভাপতি পদে আকিল আহমেদ গরুও গাড়ি প্রতিকে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রফিকুর রহমান ৯০ ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসেন ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিরাজ উদ্দিন আহম্মেদ ৮৬ ভোট পান। সহ-সভাপতি পদে মাসুদুজ্জামান ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নঈমূল হক খাঁন নান্নু পেয়েছেন ৯০ ভোট । যুগ্ম সম্পাদক পদে মিজানুর রহমান ১০৭ ভোট পেয়ে নির্বাহিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক নান্টু পান ৮০ ভোট ও এম এ হাসেম  ২৩ ভোট পেয়েছেন। সহকারী সম্পাদক পদে হান্নান আলী শেখ ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ আলী ১০৫ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে সাহেদুল ইসলাম ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম রেজাউল করিম পেয়েছেন ১০১ ভোট । অর্থ সম্পাদক পদে শেখ মাহমুদ আল আবদী ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোরবান আলী পেয়েছেন ১০১ ভোট ও আরিফ আহম্মেদ করিম পান ০৩ ভোট। নির্বাহী সদস্য পদে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৪ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন আতিয়ার রহমান,হাফিজুর রহমান,কামরুজ্জামান মিন্টু ও আমিরুল ইসলাম। এই নির্বাচিত পরিষদ আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত সাংবাদিকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।