আমারসংবাদ ডেস্ক
জুন ৭, ২০২০, ০১:৩৯ পিএম
স্বামীর মারা যাওয়ার পর স্ত্রীর ইদ্দত শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার সাজসজ্জা বা অলংকার পরিধান করা জায়েজ নয়।
এমনকি হাতের চুড়ি, নাকফুল, কানের দুল, চেইন ইত্যাদি কোনো কিছুই পড়া যাবে না।
তবে ইদ্দত শেষ হওয়ার পর জায়েজ সব ধরনের অংলংকার পরিধান করা ও সাজসজ্জা করা যাবে।
স্বামী মৃত্যুবরণকারী নারীর ইদ্দতের সময়সীমা হলো চার মাস ১০ দিন।
এই চার মাস ১০ দিন পর্যন্ত সাজসজ্জা এবং অলংকার পরিধান করা নিষেধ। এ সময়সীমা শেষ হয়ে গেলে আর এ নিষেধাজ্ঞা থাকবে না। তখন পরিধান করতে পারবে।
এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে,
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
অর্থ: ‘আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে চার মাস ১০ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্দত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে নীতি সঙ্গত ব্যবস্থা নিলে কোনও পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহর অবগতি রয়েছে।’ (সূরা: বাকারা, আয়াত: ২৩৪)।
উম্মে আতিয়্যা (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন, কোনও স্ত্রীলোক স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে ৩ দিনের অধিক শোক প্রকাশ করবে না।
অবশ্য স্বামীর মৃত্যুতে চার মাস ১০ দিন শোক পালন করবে। আর এ সময় কোনো রঙিন কাপড় পরিধান করবে না, সাদা কাপড় ছাড়া।
এমনকি এসময় সুরমা ব্যবহার করবে না এবং কোনোরূপ সুগন্ধি দ্রব্য ব্যবহার করবে না।
অবশ্য হায়েয হতে পবিত্র হওয়ার পর সামান্য সুগন্ধি বস্তু ব্যবহার করতে পারে। (সুনানে আবু দাউদ, হাদিস নম্বর: ২৩০২)।
রাসূল (সা.) এর স্ত্রী হজরত উম্মে সালমা (রা.) হতে বর্ণিত- রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে স্ত্রীলোকের স্বামী মৃত্যুবরণ করে সে যেন ইদ্দতকালীন সময়ে রঙিন এবং কারুকার্যমন্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে। আর সে যেন সুগন্ধি ও সুরমা ব্যবহার না করে।
আমারসংবাদ/জেডআই