Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

হজ করতে পারছেন না ৩০ হাজার হজযাত্রী

এপ্রিল ২১, ২০১৫, ০৮:৫৬ এএম


হজ করতে পারছেন না ৩০ হাজার হজযাত্রী

 নিবন্ধন করেও এবছর  ৩০ হাজার বাংলাদেশি হজ যাত্রী হজ পালন করতে সৌদি আরব যেতে পারছেন না। এ বছর অফিসিয়ালি ১০ হাজার এবং আনঅফিসিয়ালি ২০ হাজার হজ্জ যাত্রী অতিরিক্ত হওয়ায় মোট ৩০ হাজার হজ যাত্রী হজ পালন করতে পারছেন না।

মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম সচিব ড. চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘২০১৫ সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য নিয়্যতকারী নারী ও পুরুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েক বছরে হজ ব্যবস্থপনা ভালো হওয়া,  দেশের আর্থ-সামাজিক ব্যবস্থাপনার উন্নতি, বেশি সংখ্যক হজ এজেন্সি থাকা এবং হজ যাত্রীদের রেজিস্ট্রেশন চালু হওয়ায় সরকারের উপর আস্থা তৈরি হয়েছে।’

তিনি জানান, চলতি বছর বাংলাদেশে হজ যাত্রী কোটা এক লাখ এক হাজার ৭৫৮ জন। গত কয়েক বছর ধরে এ কোটা বলবৎ ছিলো। গত বছর ৮ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদিত হজ প্যাকেজে হজ যাত্রীর কোটা ছিলো ১০ হাজার। বেসরকারি কোটা ছিলো ৯১ হাজার ৭৫৮ জন। পরবর্তীতে বেসরকারি হজ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি সাত হাজার হজ যাত্রীর কোটা বেসরকারি হজ এজেন্সিগুলোর অনুকূলে দেয়ার নির্দেশ দেয়া হয়। ফলে বর্তমানে সরকারি কোটা হবে তিন হাজার এবং বেসরকারি কোটা হবে ৯৮ হাজার ৭৫৮ জন।

চলতি বছর ৩০ হাজার হ্জ যাত্রী বেশি হয়েছে। অর্থাৎ এক লাখ ১১ হাজার হজ যাত্রী অফিসিয়ালি ব্যাংকে টাকা জমা দিয়েছেন বলে জানিয়েছেন ধর্ম সচিব।