Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

যথাযথ মর্যাদায় পালিত হল পবিত্র শবেবরাত

জুন ৩, ২০১৫, ০৪:৪৬ এএম


যথাযথ মর্যাদায় পালিত হল পবিত্র শবেবরাত

যথাযথ মর্যাদায় পালিত হল পবিত্র শবেবরাত। ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, দরুদসহ নফল ইবাদত বন্দেগির মধ্যেদিয়ে অতিবাহিত করেন পবিত্র এই ভাগ্যরজনী।

ব্যক্তি ও মানব জাতির ইহকালীন শান্তি, পরকালীন নাজাত তথা দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য কায়মনো বাক্যে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।

পবিত্র এই রজনীতে মহান স্রষ্টার সান্নিধ্য লাভে মসজিদে মসজিদে এবং নিজ ঘরে মুসল্লিরা নফল নামাজ, যিকির আযকার, দান খয়রাত ও পবিত্র কোরআন তেলাওয়াত মশগুল থাকেন।

এছাড়া অনেকেই আপনজনের কবর জিয়ারত করে অাল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের অধিকাংশ মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শবেবরাত উপলক্ষে রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের পাশাপাশি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বিশেষ নিবন্ধ।