নিজস্ব প্রতিবেদক॥প্রিন্ট সংস্করণ
আগস্ট ২৮, ২০১৭, ০৫:১৯ এএম
হজযাত্রায় বিড়ম্বনার মধ্যে অনেক যাত্রী অভিযোগ করেছেন, তারা হজ করার জন্য ভিসা পেলেও এখনও টিকিট মেলাতে পারেননি। তাই অনিশ্চিত হয়ে পড়েছে তাদের হজযাত্রা। গত শনিবার বিকালে আশকোনা হজক্যাম্পে গিয়ে দেখা যায়, টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে ফ্লাইটের অপেক্ষা করছেন শতাধিক হজযাত্রী। ঠিক তাদের পাশেই দাঁড়িয়ে আছেন আরও ২৭ যাত্রী।
তাদের সঙ্গে কথা বলে জানা গেলে, তাদের ভিসা মিলেছে, কিন্তু মেলেনি টিকিট। হজ ফ্লাইটের শুরু থেকেই ভিসা জটিলতা ও এজেন্সিগুলোর অব্যবস্থাপনায় বিড়ম্বনায় পড়েন হজযাত্রীরা। যাত্রী সংকটের কারণে বাতিল করা হয় অনেক হজ ফ্লাইট। শেষ পর্যন্ত হজে যাওয়া হবে কি না, তা নিয়ে চিন্তায় আছেন এসব যাত্রী।
হজে যাওয়ার জন্য ভিসা মিলেছে জাকের হোসেন নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের। কিন্তু টিকিট মেলেনি তার। টিকিট না পাওয়া অন্য যাত্রীদের সঙ্গে তিনিও লাইনে দাঁড়িয়ে আছেন। অধ্যাপক জাকের হোসেন বলেন, ‘আমাদের ২৭ জনের ভিসা কমপ্লিট (প্রস্তুত) হয়েছে, কিন্তু টিকিট দিচ্ছে না। আজ-কাল করে শুধু ঘোরাচ্ছে। আজকে আমাদের টিকিট দেওয়ার কথাছিল, কিন্তু এজেন্সির মালিক ফোন ধরছেন না।’ টিকিট না পাওয়া এই ২৭ যাত্রীর মধ্যে সাতজন নারী আছেন। তাদের মধ্যে খুলনা, বাগেরহাট ও রাজশাহীরও বেশ কয়েকজন যাত্রী রয়েছেন। হজযাত্রী
জাকের হোসেন জানান, তারা যে এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার জন্য টাকা দিয়েছেন, তার নাম হচ্ছে সানজিদ ট্রাভেল। অফিস মিরপুর-১০-এ। এই এজেন্সির মালিক শামসুল আলম নামের এক ব্যক্তি।
এদিকে, শনিবার বিমান বাংলাদেশের (বিজি-১৫১১) নম্বরের একটি ফ্লাইটের সময় নির্ধারণ করা ছিল বিকাল ৪টা ৪০ মিনিটে। এ জন্য ওই ফ্লাইটের চার শতাধিক যাত্রী দুপুর ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে। প্রায় পাঁচ ঘণ্টা পর বিকাল ৫টার দিকে যাত্রীদের জানানো হয়, তাদের ফ্লাইটে বিলম্ব হবে। লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের হঠাৎ নজরে পড়ে, হজক্যাম্পে বসানো প্রজেক্টরে তাদের ফ্লাইটের সম্ভাব্য সময় দেখানো হচ্ছে রোববার।
এর পর কয়েকজন হজযাত্রী ছুটে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে। ওই কর্মকর্তা যাত্রীদের জানান, বিজি-১৫১১ ফ্লাইটের সময় রাত সাড়ে ১২টায়। লাইনে দাঁড়িয়ে থাকা আবুল কালাম নামের এক হজযাত্রী বলেন, দুপুর ১২টা থেকে যাত্রীরা সবাই দাঁড়িয়ে আছেন। সবাই জানেন, ৪টা ৪০ মিনিটে ফ্লাইট। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক বয়স্ক পুরুষ ও নারী অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্লাইটের বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায়, হয়তো রাতে হতে পারে বা আগামীকাল দুপুর ১টায়।
এ বিষয়ে জানতে চাইলে হজক্যাম্পের ইনচার্জ (বিমান বাংলাদেশ) রেজাউল আহসান বলেন, ‘ফ্লাইটের দেরি হয়েছে। আজ (শনিবার) রাতেই তাদের পরবর্তী ফ্লাইটের সময় দেওয়া হয়েছে।’ তবে কী কারণে ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে, সে সম্পর্কে কিছুই বলতে রাজি হননি তিনি।
ভিসা পাওয়া সবাই হজে যেতে পারবে- হাব : ভিসা পাওয়া সব হজযাত্রীই হজে যেতে পারবেন বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব সাহাদাত হোসাইন তসলিম। গতকাল রোববার দুপুরে রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজ ব্যবস্থাপনার অনিয়ম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, ভিসা সংগ্রহের পরও হজযাত্রীদের ফ্লাইটের ব্যবস্থা না করার অভিযোগ রয়েছে যেসব এজেন্সির বিরুদ্ধে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের কপাল পুড়বে। হাব মহাসচিব হজ অব্যবস্থাপনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সৌদি আরব, হজসংশ্লিষ্ট্ ব্যাংককে দায়ী করেন।
চলতি বছর হজে গমন নিয়ে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। হজযাত্রীরা ভিসা পাচ্ছেন না, আবার ভিসা পেলেও বিমানের টিকিট পাচ্ছেন না এমন অভিযোগ রয়েছে। বদলি টিকিট কাটতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হয়েছে এমন অভিযোগও এসেছে। এবছর ৩০টিরও বেশি হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে যাত্রীর অভাবে।