আগস্ট ৫, ২০১৫, ০৭:৩২ পিএম
চৌদ্দশত বছর পূর্বে কোরান মাজিদ ভবিষ্যৎবাণী করেছে, আল্লাহ তাআলা ফেরাউনের দেহ সংরক্ষণ করবেন। প্রত্নতত্ত্ববিদরা সম্প্রতি ফেরাউন ‘মাইনপথ’-এর দেহ আবিষ্কার করেছে, যে মূসা আ. -এর পশ্চাদ্ধাবন করতে গিয়ে ডুবে গিয়েছিল।
‘আজ আমি (আল্লাহ) তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাক। আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফেল। (ইউনুস, ১০ : ৯২)
চৌদ্দশত বছর পূর্বে কোরান মাজিদ ভবিষ্যৎবাণী করেছে, আল্লাহ তাআলা ফেরাউনের দেহ সংরক্ষণ করবেন। প্রত্নতত্ত্ববিদরা সম্প্রতি ফেরাউন ‘মাইনপথ’-এর দেহ আবিষ্কার করেছে, যে মূসা আ. -এর পশ্চাদ্ধাবন করতে গিয়ে ডুবে গিয়েছিল। এটি বর্তমানে কায়রোর একটি মিউজিয়ামে কোরান মাজিদের একটি জীবন্ত মুজিঝারূপে তাদের জন্য সংরক্ষিত আছে যারা আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে।
স্মর্তব্য যে, বাইবেলেও বর্ণিত আছে, ফেরাউন সমুদ্রে নিমজ্জিত হবে। কিন্তু পরবর্তীতে তার দেহ কি হবে এ ব্যাপারে কোনো তথ্য নেই। পক্ষান্তরে বাস্তবতা হল, কোরান মাজিদ উল্লেখ করেছে, আল্লাহ তাআলা ফেরাউনের দেহ সংরক্ষণ করবেন। যা অন্য একটি প্রমাণ যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরান মাজিদ বাইবেল থেকে নকল করেন নি। বরং তাঁর জ্ঞানের উৎস হল সর্বজ্ঞাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি অহি।