Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

এবার হজে যাওয়ার আগে যে কাজটি অবশ্যই করতে হবে

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২১, ০৫:৪৫ পিএম


এবার হজে যাওয়ার আগে যে কাজটি অবশ্যই করতে হবে

চলতি বছর (২০২১) হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি-বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের বেশি ও ৪০ বছরের নিচের সবাইকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিতে হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসন্ন পবিত্র হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত ১৮ বছরের বেশি এবং ৪০ বছরের কম বয়সী চার হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের বেশি বয়স্ক ৫৫ হাজার ৮৭৩ জনসহ ৬০ হাজার ৭০৬ জনকে করোনার টিকা গ্রহণ করতে হবে।

আরো বলা হয়েছে, টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও এজেন্সির নাম ইত্যাদি উল্লেখ থাকবে। 

আমারসংবাদ/জেডআই