Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

একই ছাদের নীচে মসজিদ-চার্চ-সিনাগগ

শিক্ষা ডেস্ক

মে ২৭, ২০২১, ০৮:৫৫ এএম


একই ছাদের নীচে মসজিদ-চার্চ-সিনাগগ

জার্মানির বার্লিনে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মের মানুষের প্রার্থনা করার জন্য তৈরি হচ্ছে একই ছাদের নীচে মসজিদ, চার্চ এবং সিনাগগ। ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে বৃহস্পতিবার (২৭ মে)।

সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধন তৈরি করাই ‘হাউস অব ওয়ান’ এর মূল লক্ষ্য বলে উদ্যোক্তারা জানান বুধবার (২৬ মে)। 

পারস্পরিক বিশ্বাসই এই প্রকল্পের মূল ভিত্তি বলে মন্তব্য করেন খ্রিস্টান যাজক গিয়র্গ হোব্যার্গ। 

ইহুদি রাব্বি আন্দ্রেয়াস নাচামা বলেন, সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকার একটি উদাহরণ হিসেবেই এই ভবনটি তৈরি করা হচ্ছে। 

মুসলিম ইমাম কাদির সানচি বলেন, স্বাভাবিকভাবেই বিভিন্ন ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে, পার্থক্যের সুন্দর দিকগুলোই হাউস অফ ওয়ানে তুলে ধরা হবে।

জার্মান সংসদ বুন্ডেস্টাগের প্রেসিডেন্ট ভল্ফগাং শ্যয়বলে এবং বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

তিন ধর্মের মানুষের জন্য উপসনালয় ‘হাউস অব ওয়ান’ নির্মাণ হতে চার বছর সময় লাগবে বলে ধরা হচ্ছে। একই ছাদের নীচে তিন ধর্মের উপাসনালয়টি নির্মাণ করতে খরচ হবে ৪৭ মিলিয়ন ইউরো।

আমারসংবাদ/জেআই