Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

রক্ত বিক্রি করা যাবে কিনা?

ধর্ম ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ০১:০০ পিএম


রক্ত বিক্রি করা যাবে কিনা?

অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারও রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছায় তাকে রক্ত দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই। কিন্তু রক্ত বিক্রি করা ইসলামে নাজায়েজ। তবে স্বেচ্ছায় রক্ত দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া না গেলে একান্ত অপারগতার কারণে রক্ত কেনা জায়েজ আছে। তবে কোনো অবস্থায় বেচা জায়েজ নেই।

এ ক্ষেত্রে একটি প্রশ্ন থাকে যে, বেচা নাজায়েজ সত্তেও কিনব কোথা থেকে। আসলে কেউ নাজায়েজ জেনেও বিক্রয় করলে কোন বিকল্প না থাকলে আপনি কিনতে পারেন।

তথ্যসূত্র : জাওয়াহিরুল ফিকাহ, খণ্ড-২, পৃষ্ঠা-২৩, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৬, পৃষ্ঠা-২১৩।

আমারসংবাদ/আরএইচ