Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রৌমারীতে বসতভিটা ও ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২০, ১২:৪০ পিএম


রৌমারীতে বসতভিটা ও ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদ

কুড়িগ্রাম জেলার রৌমারীতে সড়ক ও জনপদ অধিদপ্তরের এক্সেললোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য ৫ একর বাড়িভিটে ও ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন। 

রোববার (২২ নভেম্বর) দুপুরের দিকে রৌমারী উপজেলা পরিষদ চত্বরে নতুনবন্দর ও চর নতুনবন্দর এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়।  

মানববন্ধনে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর ও চর নতুনবন্দর স্থলবন্দর এলাকায় সাধারণ অধিবাসিবৃন্দ সড়ক ও জনপদ অধিদপ্তরের এক্সেললোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য বিভিন্ন অফিস স্থাপনের লক্ষে গ্রামের বেশ কিছু বসতবাড়ি ও ফসলি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চলছে। ইহা বাস্তবায়ন করা হলে ওই গ্রামের অনেক দরিদ্র অসহায় মানুষ ভুমিহীন হয়ে যাবে। তাদের অন্য কোথাও মাতা গুজার ঠাই থাকবে না। তারা অবিলম্বে এ অধিগ্রহণ বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল হামিদ মুন্সি, আব্দুল শহীদ, দেলোয়ারা বেগম, তাজমহল বেগম, মিজানুর রহমান, সাকিরুল ইসলাম, নুরুল হুদাসহ অনেকেই। পরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি)সহ বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করেছেন। 

আমারসংবাদ/কেএস