Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫,

ফেনী পৌরসভার করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি  

নভেম্বর ২২, ২০২০, ১২:৫০ পিএম


ফেনী পৌরসভার করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

ফেনী পৌরসভার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রোববার (২২ নভেম্বর) করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। এ সময় ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

‘সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি বজায় রাখি, করোনা প্রতিরোধ করি’ এ শিরোনামে আয়োজিত কর্মসূচিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জমান, আফরোজা আফসানা, রজত বিশ্বাস, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, মাহতাব উদ্দিন মুন্না, মজিবুর রহমান, স্বাস্থ্য কৃঞ্চপদ সাহা, স্যানিটারী ইন্সপেক্টর কৃঞ্চময় বণিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পৌর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পরে তারা পায়ে হেঁটে পথচারী নারী, পুরুষদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে নির্দেশনা দেয়া হয়।

আমারসংবাদ/কেএস