Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

গ্রামবাসীর অর্থায়নে রৌহা নদীর উপর ‘কাঠের সেতু’ নির্মাণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

নভেম্বর ২৫, ২০২০, ১০:৪৫ এএম


গ্রামবাসীর অর্থায়নে রৌহা নদীর উপর ‘কাঠের সেতু’ নির্মাণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের রৌহা গ্রামের নদীর উপর গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে কাঠের সেতু। সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ৭/৮টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষের চলাচলের সুবিধা বঞ্চিত রয়েছে দীর্ঘদিন ধরে। গুরুত্বপূর্ণ রৌহা গ্রামে নদীর উপর কোন ব্রীজ না থাকার কষ্ট নিজেরাই ঘোচাতে নিজেদের অর্থায়নে তৈরি হচ্ছে কাঠের সেতু। 

সম্প্রতি ‘রৌহা যুব সমাজ’ এর তত্ত্বাবধানে কাঠের সেতু নির্মাণে সহযোগিতা করছেন আর.এন.সি উচ্চ বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মো. রেজাউল করিম মানিক মেম্বার, মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুস সামাদ বাচ্চু, মো. এফাজ উদ্দিন সরকার, শফিকুল ইসলাম (সন্তোষ), গোলাম মোস্তফাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। 

এই কাঠে ব্রিজ নির্মিত হলে রৌহা, নান্দিনা, জামিরা, চুনিয়া পটল, আদ্রার উত্তর অংশ, খামার মাগুড়া, খলিশা কড়িসহ কয়েকটি গ্রামের অর্ধ লক্ষাধিক জনগন যোগাযোগের ক্ষেত্রে সুবিধা ভোগ করবেন। সহজ হবে উপজেলা সদরের সাথে মাদারগঞ্জের বেশ কয়েকটি গ্রামের যাতায়ত ব্যবস্থা। 

আর.এন.সি উচ্চ বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য রৌহাসহ এলাকার প্রবাসীরা প্রশংসা করে বলেছেন, আমরা আপনাদের সাথে আছি, প্রয়োজনে আপনাদের আর্থিক ভাবে সহযোগিতা করা হবে। সকলের সহযোগিতায় এবং নিজেদের অর্থায়নে কাঠের সেতুর নির্মাণ কাজ শেষ করতে চাই। 

সাংবাদিক মাসুদ রানা বলেন, এ সেতু নির্মাণ হলে গ্রামের মানুষের দুঃখ কষ্ট অনেক কমে যাবে। কৃষকদের উৎপাদিত পণ্য সহজেই রৌহা বাজারে বেচাকেনা করতে পারবে। জৌলুস হারানো রৌহা বাজার ফিরে আসবে প্রাণের সঞ্চার।

আমারসংবাদ/কেএস