Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

 মঠবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত     

মঠবাড়িয়া প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২০, ১১:৪৫ এএম


 মঠবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত     

পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি এ প্রতিপাদ্যে নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলানয়তনে সমাপনি অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভ’মি) আকাশ কুমার কুন্ডু সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইঁয়া, প্রধান শিক্ষক রুহুল আমিন, নাসির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা কবির আহম্মেদ, সুপার ওয়াহিদুজ্জামান শাহজাহান, খুদে বিজ্ঞানী সুমাইয়া আক্তার ,আরমান হাওলাদার প্রমুখ। 

আলোচনা শেষে মেলায় অংশ নেয়া রুস্তুম আলী ফরাজী ডিগ্রী কলেজ প্রথম ,মহিউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ ২য় এবং মঠবাড়িয়া সরকারী কলেজ তৃতীয় স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরুস্কৃত করা হয়। 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ জাতীয় প্রযুক্তি মেলায় শিক্ষা প্রতিষ্ঠান সহ ১২টি স্টল স্থান পেয়েছিল। 

আমারসংবাদ/এআই