Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সোমাবার বদরগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ: লড়াই হবে আ.লীগ প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র’র

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২০, ০৬:৩৫ এএম


সোমাবার বদরগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ: লড়াই হবে আ.লীগ প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র’র

রংপুরের বদরগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (২৮ ডিসেম্বর)। নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে শনিবার রাত থেকে।

এখানে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনিত প্রার্থীসহ চারজন, কাউন্সিলর পদে ২৯জন এবং নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

নয় ওয়ার্ডে নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮২জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭২২জন এবং নারী ১০ হাজার ৬০জন। অর্থাৎ পুরুষের চেয়ে ৩৩৮জন নারী ভোটার বেশি রয়েছে।

নয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত যাচ্ছে। ওইদিন কিভাবে ভোট দিতে হবে তা সরাসরি গেলো শনিবার নয় কেন্দ্রে দেখানো হয়। 

এছাড়াও কয়েকদিন ধরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর শহরের গুরুত্বপূর্ণ জায়গায় প্রজেক্টর বসিয়ে ইভিএম পদ্ধতিতে ভোট দেয়া দেখানো হয়। 

বদরগঞ্জ পৌরসভা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে প্রশাসক হিসেবে দায়িত্ব পান বদরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা। 

পরে তিনি টানা চারবার মেয়র নির্বাচিত হন। শারিরীক সমস্যার কারণে এবার তিনি দলীয় মনোনয়ন চাননি। 

আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী প্রয়াত আনিছুল হক চৌধুরী বড় ছেলে আহাসানুল হক চৌধুরী টুটুলকে। টুটুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়নের দু’বারের ইউপি চেয়ারম্যান। মেয়র প্রার্থী হওয়ার আগে তিনি ইউপি চেয়ারম্যান পদ ছেড়ে দেন। 

পৌরসভা প্রতিষ্ঠার ২২ বছর পর কাল সোমবার নতুন মেয়র পাচ্ছেন পৌরবাসী। মেয়র পদে আওয়ামী লীগের টুটুল চৌধুরী ছাড়া রয়েছে বিএনপির ফিরোজ শাহ্, ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন ও স্বতন্ত্র আজিজুল হক। এখানে বিএনপির ফিরোজ ও ইসলামী আন্দোলনের সাদ্দামকে নিয়ে ভোটারদের মধ্যে কোনো আলোচনা নেই। 

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে আওয়ামী লীগের টুটুল চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী আজিজুল হকের মধ্যে লড়াই হবে। তবে কাল দু’জুনের মধ্যে একজনকে পৌর পিতা হিসেবে বেচে নিবেন ভোটাররা। তবে ভোটাররা উন্নয়নের স্বার্থেই ভালো মানুষকে পৌর পিতা করতে চান।

টুটুল চৌধুরী বলেন, ‘বিগত দিনে পৌরসভার মানুষ আওয়ামীলীগ প্রার্থীকেই ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। এখানে কখনো অন্য দলের প্রার্থী জয়ী হতে পারেনি। তাই এবারও অন্যদলের প্রার্থীকে ভোট দিবে না পৌরবাসী। আশা করছি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা পৌরমেয়র হিসেবে আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।’  

আজিজুল হক বলেন, ‘আমি দুইবার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে লড়াই করেছি। অল্পে ভোটের ব্যবধানে হেরেছি। এবার ইভিএম-এ ভোট অনুষ্ঠিত হবে। একারণে এবার ভোট চুরির কোনো সুযোগ নেই। আশা করছি অনেক ভোটের ব্যবধানে জয়ী হবো।’

আমারসংবাদ/এআই