Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

র‍্যাবের কাছে তক্ষক বিক্রয় করতে গিয়ে আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২১, ০১:০০ পিএম


র‍্যাবের কাছে তক্ষক বিক্রয় করতে গিয়ে আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে বন্যপ্রাণী তক্ষক পাচারের সময় মতিউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে দুটি তক্ষক উদ্ধার করা হয়।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে করিমগঞ্জ উপজেলার গুনধর উজান বরাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মতিউর রহমান ওই গ্রামের মৃত আ. গফুরের ছেলে।

র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, মতিউর রহমান কয়েকদিন আগে রাঙ্গামাটি থেকে দুটি তক্ষক আনে। তক্ষক দু’টি ১০ লাখ টাকায় বিক্রি করার চেষ্টা করছিলেন তিনি। তক্ষক বিক্রির খবর পেয়ে ক্রেতা সেজে ১০ লাখ টাকায় দু'টি তক্ষক কিনতে র‍্যাব সদস্যরা মতিউরের কাছে যায়। এসময়  ১৬ ইঞ্চি লম্বা দু'টি তক্ষক, ২১ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বন্য প্রাণী সংরক্ষণ আইনে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আমারসংবাদ/এমএ