Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২১, ০২:১৫ পিএম


শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শায়েস্তাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ড্রাইভার বাজার ও দাউদনগর বাজারে অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। 

এ সময় মেয়াদোত্তীর্ণ বীজ রাখার দায়ে ড্রাইভার বাজারের জনতা ট্রেডার্সকে ৭ হাজার টাকা, ২৫ কেজি সারের বস্তায় দেড় কেজি কম দেওয়ার অভিযোগে ইকবাল ট্রেডার্সকে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখার অভিযোগে দাউদনগর বাজারের বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ বিষয়ে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, মেয়াদোত্তীর্ণ বীজ সঠিকভাবে অঙ্কুরিত না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও মেয়াদোত্তীর্ণ বালাইনাশকের পার্শ্বপ্রতিক্রিয়ায় নষ্ট হচ্ছে ফসল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সতর্কতামূলক জরিমানা করেছি। ভোক্তা বিরোধী এসব কর্মকারে বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।

আমারসংবাদ/কেএস