Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দুর্গাপুরে গৃহবধূকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২১, ০৯:২৫ এএম


দুর্গাপুরে গৃহবধূকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনার জেরধরে কমলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ বেধড়ক মারপিট এবং প্রাণনাশের অভিযোগ উঠেছে একই গ্রামের সাইদুল ইসলাম খান ও ওয়াসিমে’র বিরুদ্ধে।

রোববার (১৭ জানুয়ারি) সকাল আটটার দিকে কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজারের ভুক্তভোগীর বসত বাড়িতে মারপিটের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর পুত্র মোঃ জুয়েল মিয়া বাদী হয়ে ঘটনার দিন রাতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে। 

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ওসি শাহ্ নুর-এ আলম অভিযুক্তকে আটকের নির্দেশ দেন বলে জানা গেছে। 

এ ঘটনার বিবরণে জানা যায়, পুকুরপাড় থেকে শাক তোলাকে কেন্দ্র করে ঐ আব্দুল লতিফ খানের পুত্র সাইদুল ইসলাম খান (৩০), ওয়াসিম (২৫), বিল্লাল মিয়ার পুত্র নাইম খান (১৭), আঃ গফুরের পুত্র হিমেল (২৬) একই গ্রামের প্রতিবেশী আব্দুল জলিলের স্ত্রী কমলা খাতুনকে কাঠের রুল দিয়ে মাথায় আঘাত করে। বাম হাতের কনুইয়ের উপরে ও শরীরের বিভিন্ন অংশে রুলের আঘাতে মারাত্মক জখম হয়। 

ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে। সাইদুল ইসলামের ভয়ভীতিতে বাড়ি যেতে পারছে না বলে প্রতিবেদককে জানান ভুক্তভোগীর পুত্র জুয়েল মিয়া। 

এ ঘটনায় মারধরের অভিযোগ উঠা সাইদুল ইসলামের মুঠোফোনে যোগােেযাগের চেষ্টা করেও কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর নুর মোহাম্মদ মাষ্টার এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি মারধরের শুনি নাই।

দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর-এ আলম প্রতিবেদকে জানান, মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আমারসংবাদ/এআই