Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সংখ্যালঘু সম্প্রদায়ের জমির সীমানা প্রাচীর ভাঙলো দূর্বৃত্তরা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২১, ০৯:৪৫ এএম


সংখ্যালঘু সম্প্রদায়ের জমির সীমানা প্রাচীর ভাঙলো দূর্বৃত্তরা

নড়াইলের  লোহাগড়া উপজেলার শিয়রবর  গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।   

অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের মৃত গবিন্দ কর্মকারের ছেলে সুজন কর্মকারের জমির সীমানা প্রাচীর গত ১৭/০১/২০২১ ইং তারিখ দিবাগত গভীর রাতে একদল দূর্বৃত্তরা ভেঙে ফেলেছে। এ ঘটনায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

সরেজমিনে ঘটনার সত্যতা জানা যায়। এ সময় সুজন কর্মকারের সঙ্গে কথা হলে তিনি জানান, গভীর রাতে কে বা কাহারা তার জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। তিনি আরও জানান, এ বিষয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আমারসংবাদ/কেএস