Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

শ্রীবরদীতে কৃষকদের মাঝে মালচিং পেপার বিতরণ

শ্রীবরদী প্রতিনিধি (শেরপুর)

জানুয়ারি ১৯, ২০২১, ০৩:৩০ পিএম


শ্রীবরদীতে কৃষকদের মাঝে মালচিং পেপার বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিমানূল্যে মালচিং পেপার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকালে কৃষি অফিস চত্ত্বরে হার্ভেস্ট প্লাস-বিংস প্রকল্পের অন্তর্ভূক্ত আদর্শ বীজতলা তৈরিতে শ্রেষ্ঠ পাঁচজন কৃষকের মাঝে ১২ শত টাকা মূল্যের মালচিং পেপার তুলে দেওয়া হয়। এছাড়াও জনপ্রতি নগদ ২০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লাইন লোগো এবং পার্চিং পদ্ধতি অনুসরণ করে ধানের চারা রোপণ করা কৃষকদের পরবর্তীতে প্রণোদনা ও পূনর্বাসন তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, নতুন প্রযুক্তি পেয়ে কৃষক খুশি। তারা মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষ করবে। এই প্রযুক্তি খুব শীঘ্রই শ্রীবরদীতে জনপ্রিয় হয়ে উঠেবে। 

আমারসংবাদ/এমএ