Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নগরকান্দায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১০৫ ভূমিহীন পরিবার

নগরকান্দা প্রতিনিধি (ফরিদপুর)

জানুয়ারি ২৩, ২০২১, ০২:১৫ পিএম


নগরকান্দায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১০৫ ভূমিহীন পরিবার

মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের মতো ফরিদপুরের নগরকান্দা উপজেলার ১০৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

নগরকান্দা উপজেলা চত্ত্বর হলরুমে শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের ও জমির দলিল হস্তান্তর করেন। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নগরকান্দা উপজেলা প্রশাসন ও নগরকান্দা ভূমি অফিস।

এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, নগরকান্দা ও সালথা থানার সার্কেল এ এসপি মহিউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান মাহমুদ রাসেল, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, নগরকান্দা থানার ওসি (তদন্ত) জিয়ারুল ইসলাম, মাননীয় সংসদ উপনেতার একান্ত সচিব শফিউদ্দিন শফি, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজামান বাবুল কাজি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবহান মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান পথিক তালুকদার, ডাংগী ইউনিয়নের চেয়ারম্যান কালাম কাজি, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনাহার রিটা খানম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।     

আমারসংবাদ/এমএ