Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

গোপালগঞ্জের সাতপাড় ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

সেলিম রেজা, গোপালগঞ্জ 

জানুয়ারি ২৪, ২০২১, ০৭:৪০ এএম


গোপালগঞ্জের সাতপাড় ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এখনও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকে ৯টি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও স্বাস্থ্য বিধি মেনে সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থীতার জানান দিচ্ছেন তারা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলার শীর্ষনেতাসহ কেন্দ্রে ও লবিং শুরু করেছেন তারা। তৃনমূলেও চলছে বিভিন্ন বিশ্লেষণ।

সম্ভাব্য প্রার্থীরা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান সুজিত মন্ডল, সাবেক চেয়ারম্যান ধনীন্দ্রনাথ বালা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিধান বালা, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি প্রনব বিশ্বাস বাপী, ইউনিয়ন যুবলীগ সভাপতি বিধান চন্দ্র বালা, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক যোজ্ঞেশ্বর বিশ্বাস, সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাঃ রবীন্দ্রনাথ বালা, সরকারি নজরুল কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক  জিএস ও কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি বিপ্লব বালা।

বর্তমান চেয়ারম্যান সুজিত মন্ডল বলেন, দলীয় মনোনয়ন পেয়ে পূনরায় চেয়ারম্যান হতে পারলে ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিধান বালা জানান, দলীয় ভাবে গতবার মনোনয়ন না পেলেও আশা করি এবার পাবো। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে সচেষ্ট থাকবো।

ইউনিয়ন কৃষকলীগের সভাপতি প্রনব বিশ্বাস বাপী বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সাতপাড় ইউনিয়নকে মাদকমূক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

ইউনিয়ন যুবলীগের সভাপতি বিধান চন্দ্র বালা জানান, আমি মনোনয়নের ব্যাপারে আশাবাদি। তবে আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে দলের স্বার্থে তার পক্ষে কাজ করবো।

নির্বাচন অফিস জানায়, চলতি বছরের ২২ মার্চ থেকে ৪ জুন মোট ছয় ধাপে দেশব্যাপী ইউপি নির্বাচন হবে।

আমারসংবাদ/কেএস