Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

হরিরামপুরে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৮:০৫ এএম


হরিরামপুরে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান টিকা নেয়ার মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়।

এর আগে সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান জানান, উপজেলায় ৪৮০১ ডোজ ভ্যাকসিন পেয়েছি। এর মধ্যে দুই হাজার ৪০০ জনকে প্রথম ডোজের টিকা দেয়া হবে।

অবশিষ্ট টিকা দ্বিতীয় ডোজে দেয়া হবে। ভ্যাকসিন নেয়ার জন্য এ পর্যন্ত উপজেলায় ১৭৯ জন রেজিস্ট্রেশন করেছে।

আমারসংবাদ/এআই