Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনা টিকা নিলেন শেরপুর জেলার বিচারপতিগণ

শেরপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৩:৫০ এএম


করোনা টিকা নিলেন শেরপুর জেলার বিচারপতিগণ

গেলো ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে করোনোভাইরাসের টিকাদান শুরু হয়েছে। মহামারী মুক্তির প্রত্যাশা নিয়ে সারাদেশে শুরু হয়েছে করোনাভাইরাসের গণ টিকাদান।

প্রথম দিন টিকা নিয়ে ভয়কে জয় করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে।

জাতীয়ভাবে কোভিড-১৯ টিকা বিতরণ ও প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী, তিন ভাগে (ফেইজ) মোট পাঁচ ধাপে এসব টিকা দেয়া হবে। কোভিড-১৯ মহামারী প্রতিরোধে সামনের কাতারে থাকা মানুষ প্রাধান্য পাবেন।

এরই ধারাবহিকতায় বুধবার শেরপুর জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন মহোদয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শেরপুর এর বিজ্ঞ বিচারক জনাব মো. আখতারুজ্জামান সহ বিজ্ঞ আদালতের বিচারক মহোদয়গন এ টিকা নিয়েছেন।

শেরপুরে কোভিট ১৯ সমন্বয়কারী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

এসময় উপস্থিত ছিলেন-শেরপুর জেলা সিভিল সার্জন ডা.এ.কে.এম. আনওয়ারুর রউফ। 

আমারসংবাদ/এআই