Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ডোমারে ১২ দিনে ৪৫২০ জনের টিকা গ্রহন

ডোমার প্রতিনিধি (নীলফামারী)

ফেব্রুয়ারি ২০, ২০২১, ০২:২৫ পিএম


ডোমারে ১২ দিনে ৪৫২০ জনের টিকা গ্রহন

করোনার টিকা নিতে দিন দিন আগ্রহ বাড়ছে নীলফামারীর ডোমারে সর্বস্তরের মানুষের। ডোমার উপজেলা সরকারি হাসপাতালে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গণটিকাদান কর্মসূচির ১২দিনে শনিবার (২০ ফেব্রুয়ারি)পর্যন্ত ডোমার উপজেলায় মোট টিকা নিয়েছেন ৪ হাজার পাঁচশত ২০ জন। যার মধ্যে পুরুষ দুই হাজার ৮১৬ জন ও নারী ১৭শত ৪ জন। শনিবার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনার টিকা গ্রহন করেছেন ৭২০ জন। এর মধ্যে পুরুষ ৪০৯ জন ও নারী ৩১১ জন।   

এ ব্যাপারে ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডাঃ মোহাম্মদ ইব্রাহীম নিশ্চিত করে বলেন, গত ১১ তারিখ পর্যন্ত টিকা গ্রহণ করেন ৩ হাজার ৮০০ জন। এখন পযন্ত রেজিষ্ট্রেশন করেছেন প্রায় পাঁচ হাজার ৫০০ জন। করোনা টিকা দানে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তুলনায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক এগিয়ে।

যারা রেজিষ্ট্রেশন করেছেন সকলকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। যাদের রেজিষ্ট্রেশন করতে সমস্যা হচ্ছে তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে এসে রেজিষ্ট্রেশন করতে বলেন। এসময় তিনি সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমারসংবাদ/এমএ