Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

দেবিদ্বার প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২১, ১১:৫৫ এএম


দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

কুমিল্লার দেবিদ্বারে বাঙ্গুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন-অর- রশিদ ভূইয়ার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। 

রোববার (২১ ফেব্রুয়ারি) বাঙ্গুরি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী মো.আনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.কামরুজ্জামান ভূইয়া, বাঙ্গুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন, প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম ভ‚ইয়া, সহকারী শিক্ষক মো. হাজী আবদুল বারী, ইউপি সদস্য কাজী মো. রফিক প্রমুখ। মো. মিজান খানের পরিচালনায় বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.হারুন-অর-রশিদ ভূঁইয়া।  

বাঙ্গুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.সুলতান আহমেদের সভাপতিত্বে বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে  দীর্ঘ ১৪ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। 

আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.হারুন-অর- রশিদ ভূইয়াকে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।   
 
আমারসংবাদ/এআই