Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মিয়ানমারে সাজাভোগ শেষে দেশে ফিরেছে ২৪ বাংলাদেশি নাগরিক 

সফিউল আলম, কক্সবাজার

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০১:০০ পিএম


মিয়ানমারে সাজাভোগ শেষে দেশে ফিরেছে ২৪ বাংলাদেশি নাগরিক 

মিয়ানমারের কারাগারে সাজাভোগ শেষে ২৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত এনেছে বিজিবি। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর ১ নম্বর এন্ট্রি/এক্সিট পয়েন্টে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) এর মধ্যে অনুষ্টিত এক পতাকা বৈঠক শেষে এসব বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে।

ফেরত আনা বাংলাদেশি নাগরিকরা হল, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ জুনায়েদ, মৃত জালাল আহমদের ছেলে মো. সিরাজুল্লাহ, উলুবনিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রুবেল, লম্বাবিল এলাকার মোহাম্মদ ইসমাঈলের ছেলে আব্দুল কাদের ও জাকির আহমদের ছেলে অলি আহমদ, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার করিমুল্লাহ'র ছেলে রহমত উল্লাহ ও মো. হুসাইনের ছেলে ইমান হুসাইন, টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যং পাড়ার মোহাম্মদ শরীফের ছেলে মোহাম্মদ উল্লাহ, বড়ইতলী এলাকার মো, আমানুল্লাহ'র ছেলে মোহাম্মদ সলিম, আলিপাড়ার মৃত মীর আহমদের ছেলে নুরুল আলম, সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার লাল মিয়ার ছেলে এনায়েত উল্লাহ, আবদুর শুক্কুরে (মিজি) মোহাম্মদ আয়াজ, বান্দরবান জেলার সদর উপজেলার কুহালং এলাকার ক্যচিং মং মারমার ছেলে চাই চাই প্রু মারমা, জহির আহমদের ছেলে মোহাম্মদ সাদেক, উথেইচেন মারমার ছেলে পুকুয়েটসে মারমা, রাঙ্গামাটির জেলার কাউখালী উপজেলার ধুবুয়া লামারপাড়ার চাইরুই মারমার ছেলে পাইচেহ্লা মারমা ও টুইকাহার ওরফে সানসু মারমার ছেলে মংচিং মারমা, কুলারপাড়ার থৈইনু মারমার ছেলে থৈঅংরী মারমা, পূর্ব সোনইছড়ি এলাকার চাইথৈয়াইউ মারমার মেয়ে অঞ্জনা মারমা ও আগ্রা মারমার ছেলে উচিংনু মারমা, পশ্চিম মোনাইপাড়ার থৈসামং মারমার ছেলে কংচিংউ মারমা, দোছড়িপাড়ার উশোপ্রু মারমার ছেলে সাথোয়াইমং মারমা, পাওপাড়ার মংসা মারমার ছেলে থৈয়াইপ্রু অং.মারমা এবং রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মধুখালী এলাকার মো. ইয়াসিনের ছেলে মো. সাবুর।

লে. কর্নেল ফয়সল বলেন, সীমান্ত অতিক্রম করে বিভিন্ন সময়ে মিয়ানমার অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিক দেশটির কারাগারে সাজাভোগ করছে। এ ধরণের অভিযোগে ২৪ জন বাংলাদেশি নাগরিকের সাজার মেয়াদ শেষ হয়েছে। মঙ্গলবার সকালে এসব বাংলাদেশি নাগরিককে ফেরত আনতে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।

‘পতাকা বৈঠকে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে বিজিবির ৯ সদস্যের এবং মিয়ানমারের ৪ নম্বর ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জউ লিন অং এর নেতৃত্বে বিজিপির ৭ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বৈঠক শেষে মিয়ানমারের কারাগারে সাজাভোগ শেষ হওয়া ২৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে।’

পরে মঙ্গলবার দুপুরে টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাট দিয়ে ২৪ বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক।

ফয়সল জানান, ফেরত আনা বাংলাদেশি এসব নাগরিকদের টেকনাফের ইউএনও ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আমারসংবাদ/কেএস