Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে রাজারহাটে প্রতিবাদ সমাবেশ

রাজারহাট প্রতিনিধি (কুড়িগ্রাম)

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০১:৩০ পিএম


সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে রাজারহাটে প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১:০০ঘটিকায় প্রেসক্লাব রাজারজাট চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শাখা বিএমএসএফ কমিটি। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএমএসএফ সভাপতি আনিচুর রহমান লিটন সাধারণ সম্পাদক এনামুল হক। 

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএমএসএফ কমিটির সহ-সভাপতি আজিজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলি এটম, প্রচার সম্পাদক আনিসুর রহমান, সহ প্রচার সম্পাদক এনামুল হক সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য নুরুল হুদা, কার্যকারী কমিটির সদস্য আমিনুল ইসলাম, শাহাজান আলি, মোজাইদুল হক, সোহেল রানা ও মোশারফ হোসেন প্রমূখ।

গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলর চাপরাশিরহাট স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষকালে অস্ত্র ব্যবহারের ভিডিওধারণ করছিল মুজাক্কির। ক্ষিপ্ত হয়ে একটি পক্ষের সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে ভিডিও ডিলেট করতে চাপ প্রয়োগ করে। এ সময় বাঁচাও বাঁচাও করে আকুঁতি করলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। ভিডিও ডিলেটে অসম্মতি জানালে তাকে গুলি করা হয়। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২১ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

সম্প্রতি সংবাদের জের ধরে গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আবু বকর সিদ্দিককে পিটিয়ে হাতপা ভেঙ্গে দেয়া হয়। সুনামগঞ্জের তাহিরপুরে কামাল হোসেনকে বালু-পাথরখেকো সন্ত্রাসিরা গাছের সাথে বেঁধে নির্যাতনকে মধ্যযুগীয় বর্বরতাও হার মেনে যায়। বিএমএসএফ পটুয়াখালী সভাপতি হারুন-অর রশীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাসহ দেশব্যাপী সাংবাদিক হয়রানি, নির্যাতন, ছাটাই ও মামলায় গোটা সাংবাদিক সমাজ অতিষ্ট। এ থেকে পরিত্রান পেতে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে।

আমারসংবাদ/এমএ