Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

গোলাপগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১’ উপলক্ষে প্রস্তুতি সভা

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

মার্চ ১, ২০২১, ১০:৫০ এএম


গোলাপগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১’ উপলক্ষে প্রস্তুতি সভা

মুজিববর্ষ উপলক্ষে দুই হাজার মানুষের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। 

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এ আয়োজন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগীতায় আগামী ৩মার্চ গোলাপগঞ্জ উপজেলায় পর্যায়ে ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠিত হবে। ম্যারাথনটি সকাল ৮টায় গোলাপগঞ্জ চৌহমনী থেকে শুরু হয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাব সম্মুখে এসে শেষ হবে। 

পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে ৭ তারিখের মধে ম্যারাথন অনুুষ্ঠিত হবে। ডিজিটাল পদ্ধতিতে আয়োজিত পাঁচ কিলোমিটার দূরত্বসীমার ম্যারাথনে অংশ নিতে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অংশগ্রহণকারীর নাম, ই-মেইল ঠিকানাসহ বিস্তারিত তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ম্যারাথনে সব বয়সের মানুষ অংশ নিতে পারবেন।

প্রস্তুতি সভায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড.ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.গোলাম কবির, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আহমাদুুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুুপমা দাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা প্রকৌশলী মাহামুুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুুল আবেদীন, সমবায় কর্মকর্তা জামাল মিয়া, সমাজ সেবা কর্মকর্তা নুুরুল হক, এসআই আশীষ চন্দ্র তালুকদার, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাসেমী, বাদেপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ মুহিত হীরা, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সাংবাদিক সুলতান আবু নাসের প্রমুখ।

আমারসংবাদ/এআই