Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মৃত পুলিশ সদস্যদের স্মরণে নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নড়াইল প্রতিনিধি

মার্চ ১, ২০২১, ১১:৩০ এএম


 মৃত পুলিশ সদস্যদের স্মরণে নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

সারাদেশের ন্যয় নড়াইলেও পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। নড়াইল জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সকাল ১১টায় পুলিশ লাইনসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে সম্মাননা প্রদান ও আলোচনা সভা করা হয়। 

কর্তব্যরত অবস্থায় নড়াইল জেলার ৩২জন পুলিশ সদস্য নিহত হন। তার মধ্যে তিনজন ঢাকা হেডকোয়াটারে করোনাকালীন সময়ে এবং ২৯ জন নড়াইল জেলায় কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন। 

হেডকোয়াটারে মৃত তিন জনকে পঞ্চাশ হাজার করে টাকা ও জলায় ২৯ জনকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করা করা হয়।

পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠাণটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম(অপরাধ ও প্রশাসন)। 

এসময় মৃত রবিউল ইসলামের স্ত্রী তার ছেলে সিকদার মেহেদী হাসানকে পুলিশে চাকরীর সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ করেন। 

এভাবে মৃত শাহীনুর রহমানের স্ত্রী তাপসী রাবেয়া নিজের কোনো বড় সন্তান না থাকায় দেবরের চাকরীর জন্য পুলিশ সুপারের নিকট সুপারিশ করেন। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদ্য যোগদানকৃত তানজিলা সিদ্দিকা সদর সার্কেল নড়াইল ও তিন থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা সহ আরো অনেকে।   

আমারসংবাদ/এআই