Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

বাঁশগ্রাম কামিল মাদরাসায় কামিল ও ফাজিল পরীক্ষায় অভাবনীয় সফলতা অর্জন

কুমারখালী প্রতিনিধি

মার্চ ২, ২০২১, ১০:০৫ এএম


বাঁশগ্রাম কামিল মাদরাসায় কামিল ও ফাজিল পরীক্ষায় অভাবনীয় সফলতা অর্জন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান বাঁশগ্রাম কামিল মাদরাসার শিক্ষার্থীরা কামিল ও ফাজিল পরীক্ষায় অভাবনীয় সফলতা অর্জন করেছে। 

ফাজিল স্নাতক এবং কামিল স্নাতকোত্তর পরীক্ষা ২০১৯-এ তারা শতভাগ পাশ করে এক অনন্য ইতিহাস স্থাপন করলো। 

অত্র মাদরাসা হতে পাশের এমন ঘটনা ইতিপূর্বে দেখা যায়নি। ফাযিল স্নাতক এবং কামিল স্নাতকোত্তর পরীক্ষায় প্রায় দুই শত জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।

ফলাফলে সবাই পাশ করায় মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও পরিচালনা পরিষদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
 
উল্লেখ্য, কামিল স্তর এখনো এমপিওভুক্ত হয়নি।উক্ত স্তরের শিক্ষক-কর্মচারীরা বেতন না পাওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে।

জানা যায়, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুর রউফ অত্র মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি।তার দক্ষ ও সুযোগ্য নেতৃত্ব এই সফলতা অর্জিত হওয়ার অন্যতম কারন বলে সংশ্লিষ্টরা মতামত দিয়েছেন। 

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দিন ও শিক্ষক-কর্মচারীরা এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। তারা মাদরাসার সব পরীক্ষার ফলাফল আগামীতে এমন ভাবে অব্যহত থাকুক এজন্য সবার কাছে দোয়াও কামনা করেন।

আমারসংবাদ/এআই