Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মৌলভীবাজার শেখ রাসেল কম্পিউপার প্রশিক্ষণ ও বঙ্গমাতা সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

মার্চ ৬, ২০২১, ০৯:১০ এএম


মৌলভীবাজার শেখ রাসেল কম্পিউপার প্রশিক্ষণ ও বঙ্গমাতা সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

মৌলভীবাজারে শেখ রাসেল কম্পিউটার প্রশিক্ষণ ও বঙ্গমাতা সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৬ মার্চ) সকালে মৌলভীবাজার আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে এর উদ্বোধন করেন সমবায় অধিদপ্তর নিবন্ধক মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম। 

উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর ভাবনা: সমবায়ের মাধ্যমে অনাবাদি কৃষি জমি চাষ শীর্ষক দিনব্যাপী কর্মশালা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তর নিবন্ধক মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় ও মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট অধ্যক্ষ উপ-নিবন্ধক মহাম্মদ দুলাল মিঞা। 

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সমবায় একাডেমী কোটবাড়ী কুমিল্লা অধ্যক্ষ হরিদাস ঠাকুর, বিভাগীয় সমবায় অধিদপ্তর ময়মনসিংহ উপ-নিবন্ধক তোফায়েল আহমদ, মৌলভীবাজার কৃষি গবেষণা কেন্দ্র ডঃ আলমগীর হোসেন। 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ শামসুল ইসলাম ও সুধীন্দ্র চন্দ্র দেব। কর্মশালায় সিলেট বিভাগের সমবায় কর্মকর্তা,সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ গ্রহণ করেন।

আমারসংবাদ/এআই