হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১০, ২০২১, ০৫:২৫ এএম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পানিতে ডুবে আল-আমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার গালা ইউনিয়নের কান্দালংকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আল-আমিন কান্দালংকা গ্রামের মো. রজ্জব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গালা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. আলাউদ্দিন জানান, আল-আমিনের বড় এক বোন (৯) ও এক ভাই (৪) আছে। আজ বিকেলে তিন ভাই-বোন বাড়ির পাশে ইছামতি নদীতে মাছ ধরতে যায়।
এসময়েই আল-আমিন পানিতে ডুবে যায়। আল-আমিনের অপর দুই ভাই-বোন তা খেয়াল করেনি। কিছুক্ষণ পর তাদের মা গিয়ে আল-আমিনকে পানিতে ভাসতে দেখে।
আল-আমিনকে উদ্ধার করে স্থানীয় ঝিটকা বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আমারসংবাদ/এআই