Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

নাসিরনগরে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় হত্যার হুমকি

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

মার্চ ১৮, ২০২১, ০৯:৫৫ এএম


নাসিরনগরে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় হত্যার হুমকি

জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের নৌকার মাঝি মস্তু মিয়ার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় একজনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। 

ভিডিওতে দেখা গেছে, কদমতলী গ্রামের নৌকার মাঝি মস্তু মিয়া বসে ইয়াবা সেবন করছে। 

গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক মস্তু মিয়ার ছবিটি নিশ্চিত করেছেন। 

মস্তু মিয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে গ্রামের এরশাদ মিয়া নামক এক যুবককে হত্যা হুমকি দিয়েছে মস্তু মিয়া তার লোকজন। 

এ বিষয়ে এরশাদ মিয়া ৪ জনকে অভিযুক্ত করে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

অভিযোগে জানা গেছে, মস্তু মিয়া সহ আরো ৩ জন মিলে দীর্ঘদিন যাবৎ গোয়ালনগর ইউনিয়নে ইয়াবা সেবন সহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। 

শুক্রবার জুমেল ভূইয়া নামক একটি ফেসবুক আইডি থেকে মস্তু মিয়ার ইয়াবা সেবনের ভিডিওটি পোষ্ট করা হওয়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।  

ঐ দিনই সন্ধ্যায় মস্তু মিয়া সহ কয়েকজন মিলে দেশীয় অ শস্ত্র নিয়ে এরশাদকে হত্যার হুমকি দেয়। 

জানা গেছে, মস্তু মিয়ার অর্থায়নে প্রায় ৬ বছর ধরে ঐ এলাকায় ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসা চলে আসছে।

মস্তু মিয়ার এ ব্যবসা বাচ্চু মিয়া ও রুবেল মিয়া দেখা শুনা করে। রুবেলের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মাদক মামলা রয়েছে বলেও সূত্রে জানা গেছে। 

তাছাড়াও রুবেল অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী আর বাচ্চু মিয়ার বিরুদ্ধে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামাল হত্যা মামলা নাসিরনগর থানায় চলমান রয়েছে। 

এ বিষয়ে মস্তু মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে কথা বলা যায়নি।  

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে, এই ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আমারসংবাদ/এআই