Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মনোহরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বাবারও

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২১, ০৪:০৫ পিএম


 মনোহরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বাবারও

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ পারাপার হতে গিয়ে পানিতে ডুবে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে শুকুন্দী ইউনিয়নের দীঘাকান্দী ফরাজী বাড়ি সংলগ্ন নদে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন মো. জাকারিয়া ফরাজী (৪৫) ও তার ছেলে মো. সাজিদ ফরাজী (৭)।

স্থানীয়রা জানান, নদের ওপারে সনমানিয়া এলাকায় তাদের কৃষি জমি রয়েছে। সেখানে প্রতিদিনই কাজ করতে যান জাকারিয়া। নদ পারাপারের জন্য কলা গাছের ভেলা ব্যবহার করতেন তিনি। শুক্রবার জমিতে কাজ করার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে ভেলা দিয়ে নদী পার হচ্ছিলেন। মাঝ নদীতে গিয়ে ভেলা থেকে পড়ে যায় সাজিদ। 

এসময় ছেলেকে বাঁচাতে ভেলা ছেড়ে পানিতে ঝাঁপ দেন জাকারিয়া। পরে দুজনই পানিতে তলিয়ে যায়। 

ওই সময় পাড়ে কেউ না থাকায় তা দেখেনি। দীর্ঘক্ষণ পর দূর থেকে এক ব্যক্তি নদীতে কাউকে হাবুডুবু খেতে দেখে চিৎকার দেন। 

পরে আশপাশের লোকজন এসে বাবা ও ছেলেকে পানি থেকে তুলে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নদীতে ডুবে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আমারসংবাদ/এআই