Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সুনামগঞ্জে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি

মার্চ ২২, ২০২১, ১২:৩৫ পিএম


সুনামগঞ্জে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় দাফ মোকাবেলায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা পুলিশও সচেতনতামুলক মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। 

সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শহরের ট্রাপিক পয়েণ্টে পুলিশ সুপার মো: মিজানুর রহমান মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আলী খান পাঠান, সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও এসএ টিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার. ট্রাফিক সাজের্ন্ট ইনচার্জ শামসুল ইসলাম, ডিবি ওসি ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক নন্দনকান্তি ধরসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। 

এসময় পুলিশ সুপার বলেন, কোভিড ১৯ করোনা ভাইরাস সারা পৃথিবীতে আবারও মহামারী আকার ধারণ করছে। 

[media type="image" fid="116320" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

এই মরণব্যাধি করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাচঁতে হলে সচেতন হতে হবে এবং সবাইকে মাস্ক পরিধান করতে হবে। পুলিশ বিভাগের পক্ষ থেকে এ কার্যক্রম চলমান থাকবে। 

আমারসংবাদ/এআই