Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

সারাদেশে গণহত্যা দিবস পালিত

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৫, ২০২১, ০১:১০ পিএম


সারাদেশে গণহত্যা দিবস পালিত

আজ ভয়াল ২৫ মার্চ। জাতীয় গণহত্যা দিবস। জাতীয় সংসদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন দেখুন-

তাড়াইল (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ স্মরণে গণহত্যা দিবস পালিত হয়েছে। জনা গেছে, জাতীয় গণহত্যা দিবস (২৫ মার্চ) উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত স্মৃতিচারন ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মুজিবুর রহমান,মু ক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল হাই, দামিহা ইউিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক আজহার। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বলেন, মানবসভ্যতার ইতিহাসে ২৫শে মার্চ একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। একাত্তরের অগ্নিঝরা ২৫শে মার্চে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, বীভতস্, ভয়ংকর ও বিভীষিকাময় এক কালরাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের সঞ্চলনায় গণহত্যা দিবসের উপর বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনটার্জ মো. সেলিম রেজা, নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম হাসান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, এটিও তরিকুল ইসলাম, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু  ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক। পরে গণগত্যা দিবসের উপর ভিডিও প্রদর্শন করা হয়।

চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় গণহত্যা দিবসের উপর প্রামাণ্য চিত্র দেখানো হয়। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার (বীরবিক্রম), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, বীরক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীরমুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন, চিলমারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলামি, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বর্ম্মন, সাপ্তাহিক সহযোগী পত্রিকার নির্বাহী সম্পাদক ও চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেস ক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার    সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকার।

হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুড়িঘাট বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, হোসেনপুর থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পরে শহীদের উদ্দ্যেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. মোহাম্মদ সোহেল, ইউএনও রাবেয়া পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আবু বকর সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার এম এ রহিম, ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান  রৌশনারা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  কামরুজ্জামান কাঞ্চন, যুবলীগ নেতা এমএ হালিম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মতিন মাষ্টার, কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা রাকিবুল হাকিম তানিম প্রমূখ।

মিরসরাই (চট্টগ্রাম): গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্বরণে বধ্যভুমিতে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বৃহষ্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় মিরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামে বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান (পিপিএম) জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কবির আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা সহকারী স্বাস্থ্য প্রকোশলী কেএম সাঈদ মাহমুদ, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইনচার্জ ইমাম হোসেন, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন প্রমূখ।

পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সানজিদা সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ প্রমূখ। 

এ সময় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

কলারোয়া (সাতক্ষীরা): যথাযথ মর্যাদায় কলারোয়ায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে দশটায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু। 

আলোচনা সভার শুরুতে গণহত্যায় শহীদদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। স্বাগত বক্তব্যে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতীয় গণহত্যা দিবস জাতীর একটি কাল অধ্যায়। এই অধ্যায় জাতী কখনো ভুলতে পারবে না। আমরা সকলেই জাতীয় গনহত্যা দিবসের ইতিহাস জানবো ও তরুণ প্রজন্মের মধ্যে আপনারা তুলে ধরবেন।

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, স্বাধীনতা সংগ্রামে উত্তাল বাঙালী জাতিকে পরাস্ত করা যাবেনা জেনে পাকিস্তানী বাহিনী ২৫ মার্চ রাতে বর্বর গণহত্যা শুরু করে। ওই রাতেই তারা বঙ্গবন্ধুকে আটক করে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী করে। বঙ্গবন্ধুকে আটকের খবর মুক্তিপাগল সংগ্রামী বাঙালী জাতিকে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। 

লালপুর (নাটোর): ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে নাটোরের লালপুরে শহীদদের গণকবর জিয়ারত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নর্থ বেঙ্গল সুগার মিলের অভ্যন্তরে শহীদ সাগর খ্যাত গণকবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়ে উপজেলার সকল গণকবর গুলো জিয়ারত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল গণকবর জিয়ারত করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মাজদার রহমানসহ সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। গণকবর জিয়ারতে দোয়া পরিচালনায় ছিলেন বীরমুক্তিযোদ্ধা নঈম উদ্দীন।

আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ হল রুমে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহিদুল আলম, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবিবুর রহমান, সাইদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী ও উক্ত কলেজের শিক্ষক, ছাত্র/ছাত্রীরা। 

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট কাউনিয়া চর গ্রামে কৃষক আব্দুর রহিম মিয়ার বাড়ির সংলগ্নে বুধবার বিকেল ৫টার পরে
কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ভাল জাতের ফলনশীল  আবাদ বাস্তবায়নে মাঠ দিবস পালিত হয়েছে। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার  মো. শাহাদত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যে সয়ংসম্পন্ন করতে একাধিক পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ঠ রয়েছেন। এর ধারাবাহিকতায় দেশে তেলের ঘাটতি পূরণে উন্নত ও অধিক ফলনশীল জাতের বারি ১৪ সরিষার বীজ সরবরাহ করা হয়েছে। এতে দেশে ভেষজ তেলের চাহিদাও মিটবে।

ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে জাতীয় গণহত্যা দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, ওসি আবদুল মমিন, প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা প্রমূখ উপস্থিত ছিলেন। 

কয়রা (খুলনা): উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ২৫ মার্চ রাতের অন্ধকারে পাক হানাদার বাহিনী কর্তৃক এদেশের নিরস্ত্র মানুষের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয় তার স্মরণে গনহত্যা দিবস পালন উপলক্ষে গত ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাইন বিল্লাহ, থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, ছাত্রলীগের সভাপতি শরিফুল
ইসলাম টিংকু প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

নেছারাবাদ (পিরোজপুর): পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভা ও গণসংগীতের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, সহকারী কমিশনার ভূমি মো. বশির গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, যুবউন্নয়ন কর্মকর্তা মো. জাহীদ হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মো. সোলায়মান, স্বরুপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, নারী নেত্রী মীরারানী চৌধূরী প্রমূখ। গনসংগীত পরিবেশন করেন উপজেলা শিল্প কলা একাডেমির শিল্পীরা।

পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে বধ্যভুমিতে পুস্পাঞ্জলি অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে পৌরশহরের জনপথ বিভাগের বধ্যভুমিতে পুস্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, মহিলালীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত ও ছাত্রলীগ সভাপতি মিল্লাত প্রমূখ। 

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সক্টাটর সোহেল মিয়া। উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

গৌরীপুর প্রতিনিধি: ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালো রাতের গণহত্যা দিবস উপলক্ষে গৌরীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ এম পি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

এছাড়া বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি আবিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউছার প্রমূখ। আলোচনা সভা শেষে ২৫ মার্চের গণহত্যার ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সিরাজদীখান (মুন্সীগঞ্জ): ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সহকরী কমিশনার (ভূমি) আহাম্মেদ সাব্বির সাজ্জাদ। আরো ছিলেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, লতদ্দি ইউপি চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চোকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ: ২৬ মার্চ মহান স্বাধীনতা, জাতীয় দিবস ২০২১ইং ও স্বাধীনতা ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক নুশরাত জাহান তাহার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্যে নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল ও একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। তিনি পদ্মা সেতু, মোট্র রেলওয়েলসহ সারা বাংলাদেশে উন্নয়নের কারণে স্বল্পোন্নত দেশ থেকে আজ উন্নয়নশীল দেশ হিসেবে রুপান্তর হওয়ায় আমাদের আজ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃত। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হবে। ২৭ মার্চ ও ২৮ মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এ উপলক্ষে ৫০ তম বর্ষে পদাপর্ণ করছে।  তা আমরা যথাযথ মর্যাদায় আপনাদের সহযোগিতায় পালন করবো। তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতি আয়না, আপনাদের প্রচার ও সম্প্রচারের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয় গুলো জনসাধারণের কাছে পৌঁছে যায়। সাংবাদিকরাই পারেন দেশের ভাল-মন্দের দিক গুলো তুলে ধরতে। তাই আপনাদের প্রচারের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এ গৌরবময় অর্জনের প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য বাংলাদেশের এক অনন্য অর্জন। তা সানন্দে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভায় তিন এ সব  কথা গুলো বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তারসহ অনন্য- অনন্য কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নাহিজ  হারুনুর রশীদ চৌধুরী, সুয়েব চৌধুরী, রুহুল হাসান শরীফ, শাকিল চৌধুরী, প্রদীপ দাস সাগর, রাশেদ চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, আনিসুর রহমান রতন, কোহিনূর আলম, মজিবুর রহমান,   নায়েব হোসেন, তারেক মোহাম্মদ জাকারিয়া, সৈয়দ মশিউর রহমান।  সাংবাদিক নেতৃবৃন্দের মাধ্য বক্তব্য রাখেন, মোঃ ফজলুর রহমান, মোঃ নাহিজ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মাসুদ আলী ফরহাদ, এখলাছুর রহমান খোকন, প্রদীপ দাস সাগর, তারা তাদের বক্তব্যে বীর মুক্তি মুক্তিযোদ্ধাদের হবিগঞ্জ জেলার সৃতিচারণ গুলো  সংরক্ষণ ও যথাযোগ্য মর্যাদায় লালিত করার আহবান জানান। সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড গুলো প্রচার করে বিশ্বের দরবারে তুলে ধরায় সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। 

মাধবপুর (হবিগঞ্জ): জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে হবিগঞ্জ মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের কৃতজ্ঞতায় স্মরণ করে তাদের আত্মার শান্তির লক্ষ্যে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

সভায় বক্তারা বলেন, একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। ঐ রাতের হত্যাকাণ্ড পৃথিবীর বৃহৎ নৃশংসতম হত্যাকাণ্ড। ঐ রাতসহ মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তির লক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সমৃদ্ধ দেশ গড়ার কার্যক্রমে সবাইকে অংশগ্রহণ করতে হবে। তবেই উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়নশীল দেশের তালিকা থেকে দেশ পৌঁছে যাবে উন্নত দেশের কাংখিত লক্ষ্যে।

সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন পরিচালনায়,সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ ফয়সাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতরা সুলতানা প্রমূখ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আজ সন্ধ্যায় শহরের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করবে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো- চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট প্রতিকী ব্ল্যাক আউট। 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে  অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এম.জি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খাঁন, অফিসার ইনচার্জ কসবা থানা মুহাম্মদ আলমগীর ভূইয়া, উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো: আইয়ূব আলী ভূইয়া, কসবা প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা মো: সোলেমান খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো: আব্দুল হান্নান, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: সফিকুল ইসলাম রঙ্গু ও বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) শামসুল আলম। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানা ও মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক ভূইয়া। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নলছিটি: নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর একাত্তরের ২৫ মার্চ কালরাতে চালানো নৃশংসতা-বর্বরতা স্মরণে ঝালকাঠির নলছিটিতে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। 

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার সভাাাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা লস্কর, নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী। 
সভায় একাত্তরের ২৫ মার্চ দিনগত রাতে নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর বিনা প্ররোচনায় অতর্কিত ও বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানোর জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর তীব্র নিন্দা জানান।

ঘোড়াঘাট (দিনাজপুর): ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে শহীদদের গণকবর জিয়ারত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘোড়াঘাট পৌর এলাকার লালদহ এবং ডাকবাংলো সংলগ্ন দুটি গণকবর জিয়ারত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। কবর জিয়ারত শেষে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ইউসূফ আলী মোনাজাত করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, আব্দুস সাত্তার এবং রহিম মিয়া প্রমূখ। কবর জিয়ারত শেষে গণকবরের চারপাশ ঘুরে দেখেন উপস্থিত সকলে। গণকবর গুলো রক্ষণাবেক্ষণে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্থ করেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় ২৫ মার্চ কালো রাত্রির বিভিন্ন তথ্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. উমর ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এম.এ মতিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল প্রমূখ। এ সময় উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকমী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

লালপুর (নাটোর): ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে নাটোরের লালপুরে শহীদদের গণকবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নর্থ বেঙ্গল সুগার মিলের অভ্যন্তরে শহীদ সাগর খ্যাত গণকবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়ে উপজেলার সকল গণকবর গুলো জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

গণকবর জিয়ারত ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যার মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মাজদার রহমানসহ সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। 

আমারসংবাদ/কেএস