Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সোনাগাজী পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ফেনী প্রতিনিধি

মার্চ ২৬, ২০২১, ০৩:৪০ পিএম


সোনাগাজী পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৫ই মার্চ) দুপুরে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার অজিত দেব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হোসেন, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীগণসহ তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম খোকন নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাফেজ হিজবুল্লাহ হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু নাছের মোবাইল ফোন ও স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) শেখ সেলিম জগ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
  
সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা- পাঞ্জাবি, বিদ্রোহী প্রার্থী শাহজাহান সাজু- উটপাখি, মোশাররফ হোসেন- ডালিম প্রতীক পেয়েছেন। ২নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: হেদায়েত উল্যাহ পাটোয়ারী- উটপাখি, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ফরহাদ- টেবিল ল্যাম্প প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত আবদুল হালিম সোহেল ভূঞা- উটপাখি, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ইমাম উদ্দিন ভুঞা- পানির বোতল। ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: আজগর হোসেন- পাঞ্জাবি, জেলা আওয়ামীলীগ মনোনীত আবদুল্লাহ আল মোমিন শিমুল- পানির বোতল, স্বতন্ত্র বেলায়েত হোসাঈন বেলাল- উটপাখি প্রতীক পেয়েছেন। 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১, ২ ও ৩নং ওয়ার্ডের লটারিতে উম্মে ফাতেমা টেলিফোন, বিদ্রোহী মনিহার বেগম আনারস প্রতীক পেয়েছেন। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তাসমিম আক্তার প্রতিদ্বনন›দ্বী প্রার্থী না থাকায় বিজয়ী হওয়ার পথে। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে শাহানারা বেগম টেলিফোন ও বিদ্রোহী প্রার্থী মর্জিনা বেগম আনারস পেয়েছেন। 

৫নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগ মনোনীত মো: নাছির উদ্দিন রিপন- উটপাখি, আওয়ামীলীগের বিদ্রোহী বাহার উল্যাহ- পাঞ্জাবি। ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত আইয়ুব আলী খান- উটপাখি, সতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন - ডালিম, আবদুল হাই পাঞ্জাবি। ৭নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ আবদুল হালিম মামুন- উটপাখি, বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন নয়ন- পাঞ্জাবি। 

৮নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত জহির উদ্দিন- উটপাখি, বিদ্রোহী প্রার্থী শেখ কলিম উল্যাহ রয়েল- পানির বোতল, বিদ্রোহী শেখ ফারুক- পাঞ্জাবি, ইসলামি আন্দোলন প্রার্থী জাবেদ হোসেন- ডালিম। ৯নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত আকবর হোসেন- উটপাখি, বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন ভূঞা- পাঞ্জাবি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার অজিত দেব আমার সংবাদকে জানান, সোনাগাজী পৌর নির্বাচনে প্রার্থীদের সকল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করে প্রার্থীতা চ‚ড়ান্ত করা হয়েছে। আগামী ১১ এপ্রিল ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে।

আমারসংবাদ/এএসএম