Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সরকারের দেয়া ২০৭ একর জমি পাচ্ছে রাজারহাটে ১৫০ রিফিউজি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২১, ১২:০০ পিএম


সরকারের দেয়া ২০৭ একর জমি পাচ্ছে রাজারহাটে ১৫০ রিফিউজি

কুড়িগ্রামের রাজারহাটে সরকারের দেয়া ২০৭ একর জমি ১৫০টি রিফিউজি পরিবার না পেয়ে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে রাজারহাট প্রেসক্লাবে রিফিউজি পরিবার গুলো এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। 

সরকারের বন্দোবস্ত দেয়া ২০৭ একর জমির দখল না পেয়ে জমি উদ্ধারের জন্য ইতোমধ্যে এসি ল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও স্মারক লিপি  দিয়েছেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঙ্গা রিফিউজি কলোনীর ভূমিহীন পরিবারগুলো। ১৯৫৫ সালে দেশ ত্যাগ করে আসা ১৫০ রিফিউজি ভূমিহীন পরিবারকে তৎকালীন সরকার রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক মৌজায় রিফিউজি কলোনী তৈরী করে তাদের বসবাস ও আবাদ যোগ্য ২০৭ একর জমি বরাদ্দ দেয়। সেই সময় থেকে রিফিউজি পরিবারগুলো এসব জমিতে বসবাস ও ফসল চাষাবাদ করে জীবন যাপন করার পাশাপাশি ঐ বরাদ্দকৃত জমির খাজনা পরিশোধ করে আসছিল। মুক্তিযুদ্ধের পর কিছু প্রভাবশালী ও ভূমি দস্যুরা রাতারাতি রিফিউজিদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আবাদী জমি ও বসত ভিটা দখল করে নেয়। ঐ সময় ৮ রিফিউজি সদস্য আগুনেপুরে মারা যায় এবং স্থানীয় তহশিল অফিসও পুরিয়ে দেয় ভূমি দস্যুরা।

রিফিউজি পরিবারের সদস্য নিজাম উদ্দিন জানান, সরকারের দেয়া জমি পূনরুদ্ধারের জন্য দীর্ঘ ৪০ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসলেও এর কোন সমাধান হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে সকল ভূমিহীনদের জমি দেয়া হবে। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, এই মুজিব বর্ষে রিফিউজি পরিবারগুলোর প্রতি সদয় দৃষ্টি দিয়ে আমাদের নামে বরাদ্দকৃত জমি আমাদেরকে বুঝিয়ে দেয়ার কার্যকর ব্যবস্থা নিবেন। সংবাদ সম্মেলনে রিফিউজি পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জমির উদ্দিন। 

এছাড়াও রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস