Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মদনে মিথ্যা মামলা ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মার্চ ৩১, ২০২১, ১১:৫৫ এএম


মদনে মিথ্যা মামলা ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার মদনে মিথ্যা মামলা প্রত্যাহার, বসতঘর ভাঙচুর লুটপাট ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী ও এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে ভুক্তভুগী পরিবারগুলোর পক্ষে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালী তার বক্তব্যে বলেন, এলাকার একটি প্রভাবশালী মহলের মদদে সন্ত্রাসী হাবিবুর তার লোকজন নিয়ে শিশু হত্যা সহ, বেশ কয়েক দফায় বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এতে আমাদের পরিবারের প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি করে। আমরা এর ন্যায় বিচার দাবি করছি। 

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বাড়ি ঘর ভাংচুরের প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রিপন সিদ্দিকী, মাগরিবুর রহমান আন্ছু, জাকির ,রিপন মিয়া, দিলু মিয়া প্রমূখ।

মানববন্ধন শেষে ন্যয় বিচার পাওয়ার লক্ষে উপজেলা নির্বাহী কর্মককর্তার মাধ্যেমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রেরণ করেন এলাকাবাসী।

আমারসংবাদ/এআই