Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

জলঢাকায় মাস্ক ব্যবহার না করায় ৩০ ব্যক্তির জরিমানা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

এপ্রিল ১, ২০২১, ১০:২৫ এএম


জলঢাকায় মাস্ক ব্যবহার না করায় ৩০ ব্যক্তির জরিমানা

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণরোধে নীলফামারীর জলঢাকায় মাস্ক ব্যবহার না করায় ৩০ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় পৌরশহরের বিভিন্ন মোড়ে ৩০ ব্যক্তিকে মোট ৫,৮৫০ টাকা জরিমানা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক বক্তব্য দেন তিনি। 

এ বিষয়ে সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বলেন, করোনা ভাইরাস সংক্রমণে নীলফামারী জেলা উচ্চ ঝুকিতে রয়েছে, সংক্রমণরোধে স্বাস্থ্য বিধি না মানলে জরিমানার সম্মুখীন হতে হবে।   

আমারসংবাদ/কেএস