Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সরিয়ে ফেলা হলো বাহুবল উপজেলা পরিষদের কর্মচারী মিঠুর চেয়ার

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২১, ১০:৫৫ এএম


সরিয়ে ফেলা হলো বাহুবল উপজেলা পরিষদের কর্মচারী মিঠুর চেয়ার

বাহুবল উপজেলা পরিষদের কর্মচারী কম্পিউটার অপারেটর কনক দেব মিঠুর ব্যবহার করা চেয়ারটি অবশেষে সরিয়ে ফেললেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন। 

সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টারদিকে চেয়ারটি সরিয়ে দিয়ে সাধারণ মানুষের বসার একটি চেয়ার দেয়া হয় তাকে। 

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন-বিষয়টির বাস্তবতা উপলব্ধি করেই আমরা চেয়ারটি সরিয়ে দিয়েছি। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কনক দেব মিঠু সাবেক উপজেলা চেয়ারম্যানদ্বয় আব্দুল কাদির চৌধুরী ও মোঃ আব্দুল হাই'র আমলে তাদের ব্যবহার করা স্মৃতিস্বরূপ সংরক্ষিত চেয়ারটি মিঠু কৌশলে নিয়ে নিজে ব্যবহার করা শুরু করে। 

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে তা নিয়ে সংবাদ প্রকাশিত হলে সর্বত্র শুরু হয় তোলপাড় সমালোচনা। অনেকে মিঠুর এই আচরণকে ন্যাক্কারজনক বেয়াদবী হিসেইে দেখছেন। 

গতকাল বিভিন্ন প্রিণ্ট ও অনলাইন মিডিয়ায় মিঠু ও ইউএনও'এর বিভিন্ন বালু মহাল সহ গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনায় মিঠুর ভূমিকা ও ভাবভঙ্গি নিয়ে সংবাদ প্রকাশিত হলে 'টপ অব দ্যা বাহুবল' এ রূপ নেয়। 

মিঠুর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদনে বেরিয়ে আসতে থাকে ৯ বছরের চাকরি জীবনে কোটিপতি হওয়ার গল্প।

আমারসংবাদ/এআই