Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

লকডাউনের তৃতীয় দিনে বালিয়াকান্দিতে ৯ জনকে জরিমানা 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২১, ০২:৫৫ পিএম


লকডাউনের তৃতীয় দিনে বালিয়াকান্দিতে ৯ জনকে জরিমানা 

লকডাউনের তৃতীয় দিনে বালিয়াকান্দিতে সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৯জনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা এই অভিযান পরিচালনা করেন। উপজেলার বিভিন্নস্থান থেকে ৯জনকে ১১শত টাকা জরিমানা করা হয়। 

এ সময় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, নিত্যপ্রয়োজনীয় দোকান-পাট বাদে অন্যান্য দোকান বন্ধ রাখা, বিনা কারণে বাইরে চলাচল না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা, বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনার বিষয়ে জনসাধারণকে অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  

ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, বালিয়াকান্দিতে লকডাউন কার্যকরে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জনকে ১১ শত টাকা জরিমানা করা হয়েছে। করোনা প্রতিরোধে মানুষকে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পক্ষ থেকে সকল তৎপরতা চলমান রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, লকডাউনের প্রথম দিন থেকে এ পর্যন্ত ৪৮ জনকে জরিমানা করা হয়েছে।

আমারসংবাদ/কেএস