Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মুন্সিগঞ্জে নিরাপত্তা জোরদার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২১, ০৭:৪০ এএম


মুন্সিগঞ্জে নিরাপত্তা জোরদার

হেফাজত ইসলামের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সরকারি বেসরাকির অফিস আদালতসহ জেলার গুরুত্বপূর্ণ্য সকল স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে পুরো জেলা জুড়ে বিজিপি, র‌্যাব ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এক হাজার সদস্য যেকোনো পরিস্তিতি মোকাবেলায় মাঠে রয়েছে।

এদিকে হেফাজত ইসলামের পূর্বের ঘোষণা কৃত বিক্ষোভ ও সমাবেশ স্থলে জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়াসহ এর আশে পাশে সকল ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারী করে জেলা প্রশাসন। তবে করোনা সংক্রমণ এড়াতে হেফাজত ইসলাম তাদের সভা সমাবেশ স্থগিত করেছে বলে নিশ্চিত করেছেন মধুপুরী পীর সাহেব।

পরিস্থিতি স্বাভাবিক ও যেকোনো পরিস্তিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহীনি সর্বদা সচেষ্ট রয়েছে জানিয়ে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বলেন, বর্তমানে জেলার পরিস্তিতি শান্ত রয়েছে। কেউ যাতে পরিস্থিতি অশান্ত করতে না পারে জানমালের নিরাপত্তা বিঘ্ন না হয় তাই জেলা জুড়ে এক হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

আমারসংবাদ/কেএস