Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

উখিয়ায় বিজিবি-মাদককারবারী গুলাগুলি, ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২১, ০৮:৪০ এএম


উখিয়ায় বিজিবি-মাদককারবারী গুলাগুলি, ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিজিবি ও মাদককারবারীদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহতো না হলেও ঘটনাস্থল থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (৭ এপ্রিল) রাতে রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতার বাগান নামক স্থানে এই ঘটনা ঘটে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি।

বিজিবি জানায়, ৩৪ বিজিবির আওতাধীন রেজুপাড়া বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রত্নাপালংয়ের চাকবৈঠা চিকনপাতার বাগান নামক স্থানে অবস্থান নেয়। বুধবার রাতে  ৮/১০ জন চোরাকারবারি সীমান্ত এলাকা হতে এদেশের দিকে আসতে দেখেন। 

পরবর্তীতে বিজিবি টহল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষন শুরু করেন। বিজিবি ও পাল্টা গুলি চালায়। এতে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আল আজাদ জানান, রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকায় বিজিবির সদস্যরা এই অভিযান চালান। গুলাগুলি ও ইয়াবা উদ্ধার পরবর্তী যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

আমারসংবাদ/এআই