Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪,

কুষ্টিয়ায় করোনা টিকাদান কেন্দ্র স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২১, ১০:৩৫ এএম


কুষ্টিয়ায় করোনা টিকাদান কেন্দ্র স্থানান্তর

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের পাশেই কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে টিকাদান কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে করোনা টিকার দ্বিতীয় ডোজ এ কেন্দ্র থেকে দেয়া হয়। 

এছাড়া করোনার প্রথম ডোজের টিকা এই জায়গা থেকে দেয়া হবে। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের আবেদনের প্রেক্ষিতে জেলা করোনা প্রতিরোধ কমিটি কেন্দ্র স্থানান্তের সিদ্ধান্ত নেয়। 

সমপ্রতি কুষ্টিয়ায় করোনা রুগির সংখ্যা আশঙ্খাজনক হারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে অন্তত ৩৫জন রোগি ভর্তি রয়েছে। 

এছাড়া হাসপাতাল চত্বরে অবস্থিত অস্থায়ী করোনা পরিক্ষা কেন্দ্রে প্রতিদিন নমুনা দিতে আসছে ৫০ থেকে ৬০ জন। 

আর এর পাশেই ছিল টিকা দান কেন্দ্র। সার্বিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।

আমারসংবাদ/এআই