Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৪

বাগেরহাট প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২১, ০২:৩০ পিএম


বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৪

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় বাগেরহাট সদর উপজেলার ভাতসালা প্রাইমারী স্কুলের সামনে গোটাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে বর্তি করেছে স্থানীয়রা।

আহতরা হলেন, ভাতসালা গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে বাবু ফকির (২৭), আলি শেখের ছেলে মতিন শেখ (২৩), গদাই শেখ (২২) এবং সোওরাব মোল্লা (৫১) গুরুত্বর আহত হয়েছে। এদের মধ্যে বাবু ফকির ও মতিন শেখের অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। 

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভাতশালা প্রাইমারী স্কুলের সামনে গোটাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতির নেতৃত্বে হাসান, মুকুল, রনি তালুকদারসহ অন্তত ২০-২৫ জন একত্রিত হয়ে সাবেক ছাত্রলীগ নেতা ছোট‘র সমর্থকদের উপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন।

বাগেরহাট মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম রানা বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন  রয়েছে। আহতদের মধ্যে বাবু ফকির ও মতিন শেখের অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুই জন আমাদের এখানে চিকিৎসাধিন রয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারসংবাদ/কেএস