Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

চট্টগ্রামে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

চট্টগ্রাম ব্যুরো

এপ্রিল ৯, ২০২১, ০৮:৪৫ এএম


চট্টগ্রামে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

চট্টগ্রাম নগরীর ইউপিজেড থানাধিন ব্যারিস্টার কলেজ ওয়াজেদ আলী সওদগারের বাড়ি এলাকায় ইন্টরনেট ব্যবসায়ী নুর উদ্দিন রিপনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ইউপিজেড থানায় একটি মামলাও হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নগরীর ইউপিজেড থানাধিন ব্যারিস্টার কলেজ সংলগ্ন ওয়াজেদ আলী সওদাগারের বাড়ি এলাকার ইন্টারনেট ব্যবাসায়ী নুর উদ্দীনকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যার  চেষ্ঠা করেন। হামলার ঘটনায় একই এলাকার মো. আবুল বশরের পুত্র মো. সাহেদ (৩৮) সহ কয়েক জনের বিরুদ্ধে হামলার শিকার ব্যবসায়ী নুরু উদ্দীনের স্ত্রী উম্মে হাবিবা চৈতী বাদী হয়ে গত ২৬ মার্চ ইপিজেড থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনে আসার পর বাদী এবং স্বাক্ষীর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেয়। হুমকির ঘটনায় থানা পুলিশকে জানানোর পর সাধারণ ডায়েরী করতে করতে গেলে  থানা পুলিশ অনিহা প্রকাশ করেন। 

হুমকির ঘটনায় চীফ মেট্টোপলিটন ম্যাজিস্টেট আদালত, চট্টগ্রাম-এ জীবনের নিরাপত্তা চেয়ে গত গত ৩ মার্চ আদালতে সাধারণ ডায়েরী করেন মামলার বাদী উম্মে হাবিবা চৈতী। মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে আসামিদের সখ্যা থাকার অভিযোগও রয়েছে। গত ৭ এপ্রিল সিএমপি পুলিশ কমিশনারের কাছে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তে  সহযোগিতা চেয়ে আবেদন করেন মামলার বাদী উম্মে হাবিবা চৈতী। 

এ বিষয়ে মামলার বাদী উম্মে হাবিবা চৈতী বলেন, এ ঘটনায় যারা স্বাক্ষী দিয়েছে এবং যারা দিবে তাদেরকে এবং তাদের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা, এ ঘটনায় আমি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আদালতে সাদারণ ডায়েরী করতে বাধ্য হয়েছি। থানায় ডায়েরী করতে গেলে পুলিশ ডায়েরী নিতে অনিহা প্রকাশ করেন বলে জানান। 

এ বিষয়ে ইপিজেড থানার মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুর রহমান বলেন, হামলার বিষয়টি এখনো তদন্ত চলছে, তবে ঘটনায় পর আসামি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে অনেকে স্বাক্ষী দিতে চাচ্ছে না, তবে মেডিকেল রিপোর্ট হাতে আসার পর ঘটনার ফাইনাল রিপোর্ট দেয়া হবে বলে তিনি জানান। 

আমারসংবাদ/কেএস