Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

জাজিরায় ইমামদের সঙ্গে মেয়রের আলোচনা সভা ও লাইট বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২১, ০১:৫৫ পিএম


জাজিরায় ইমামদের সঙ্গে মেয়রের আলোচনা সভা ও লাইট বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে চলার লক্ষে শরীয়তপুরের জাজিরা পৌরসভায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক আলোচনা সভা ও এলএডি লাইট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ এপ্রিল) দুপুরে জাজিরা পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর বলেন, দেশে এখন মহামারী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। 

তাই করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। আপনারা যারা বিভিন্ন এলাকায় মসজিদে ইমামতি করেন আপনাদের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

তাই আপনারা জাজিরা পৌরসভার যে যেই মসজিদে ইমামতি করেন প্রতিটি মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদে স্বাস্থ্য বিধির সকল ব্যবস্থা নিবেন। মুছল্লিদের নিরাপদ দুরত্ব বজায় রাখার ব্যবস্থা নিবেন। সরকারের ভাবমূর্তি নষ্ট হয় মুছল্লিদের মাঝে এমন আলোচনা না করার জন্য অনুরোধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-জাজিরা পৌরসভার ইমাম কমিটির সভাপতি মাওলানা আব্দুর রব হাসেমি, সেক্রেটারি শুকুর সাহেব।

আলোচনা সভা শেষে ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে মসজিদে মূছল্লিদের নামাজ পড়তে সমস্যা যাতে না হয় পৌর এলাকার মসজিদ গুলোর জন্য ১২৫ টি এলইডি লাইট বিতরণ করেন মেয়র।

আমারসংবাদ/এআই